আইজিপি করোনায় আক্রান্ত

0

করোনায় আক্রান্ত হয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার রাতে সংশ্লিষ্ট সূত্র খবরটি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, আজ বৃহস্পতিবার আইজিপির র‌্যাঙ্ক ব্যাজ পরানোর কথা রয়েছে। তবে সেটি বাতিল করা হতে পারে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।

মঙ্গলবার রাতে আইজিপি ঢাকায় স্বামীবাগের লোকনাথ মন্দির এবং নারায়নগঞ্জের আমলাপাড়া সার্বজনীন মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

জেএন/এও

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM