১০০ দিনে পদ্মা সেতুতে টোল আদায় ২১৫ কোটি টাকা

পদ্মা সেতু চালু হওয়ার পর প্রথম ১০০ দিনে টোল আদায় হয়েছে ২১৫ কোটি ৫০ লাখ টাকারও বেশি। এই সময়ে সেতু দিয়ে যান চলাচল করেছে ১৫ লাখ ৪০ হাজারের বেশি। প্রতিদিনের গড় টোল আদায় সোয়া ২ কোটি টাকারও বেশি। প্রতিদিন গড়ে ১৫ হাজার ৪০০ যান চলাচল করছে।

- Advertisement -

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস জানান, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সকাল ৬টা থেকে যান চলাচল উন্মুক্ত হয়। সে হিসাবে ৩ অক্টোবর পদ্মা সেতু চালুর ১০০ দিন পূর্ণ হয়েছে।

- Advertisement -google news follower

জুন মাসের ৫ দিনে ১১ লাখ ৭১ হাজার ৪টি যান চলাচলে টোল আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৫০ টাকা। প্রতিদিন গড়ে ২৩ হাজার ৪২১ যান চলাচলে গড় আয় ২ কোটি ২৮ লাখ ৩৭০ টাকা। জুলাই মাসে ৫ লাখ ৮৭ হাজার ২০ যান চলাচলে আয় হয়েছে ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। এ মাসের প্রতিদিন গড়ে ১৮ হাজার ৯৩৬ যান চলাচলে গড় আয় ২ কোটি ৫৩ লাখ ৩২ হাজার ২০৬ টাকা।

আগস্টে ৪ লাখ ১২ হাজার ৩০৩ যান চলাচলে টোল জমা হয়েছে ৬১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। আগস্টে প্রতিদিন গড় ১৩ হাজার ৩০০ যান চলাচলে গড় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৪৩২ টাকা। সেপ্টেম্বরে ৩ লাখ ৮৭ হাজার ৬৪২ যান চলাচলে আয় হয়েছে ৫৯ কোটি ৫ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। এ মাসে গড়ে প্রতিদিনের ১২ হাজার ৯২১ যান চলাচলে গড় আয় ১ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার ৫৬৮ টাকা।

- Advertisement -islamibank

সেতুতে বিশৃঙ্খলা এড়াতে বন্ধ আছে মোটরসাইকেল চলাচল। তা না হলে টোল আদায় আরও বাড়ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএন/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM