জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

জাপানের উপর দিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। গত ১০ দিনের মধ্যে এটি দেশটির পঞ্চম উৎক্ষেপণ। খবর আলজাজিরার।

- Advertisement -

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা একটি সন্দেহভাজন মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যেটি জাগাং প্রদেশের মুপিয়ং-রি এলাকা থেকে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭:২৩ মিনিটে নিক্ষেপ করা হয়েছে।

- Advertisement -google news follower

ক্ষেপণাস্ত্রটি জাপানের উপর দিয়ে পূর্ব দিকে গেছে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ং সম্ভবত তাদের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে।

- Advertisement -islamibank

এই ঘটনার পর পর উত্তর জাপানের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির সরকার।

এছাড়া উত্তর-পূর্ব হোক্কাইডো এবং আওমোরি অঞ্চলে ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি প্রায় চার হাজার কিলোমিটার (২,৪৮৫ মাইল) পাড়ি দিয়েছে।

এছাড়া ক্ষেপণাস্ত্রটি প্রায় ২২ মিনিট আকাশে ভেসে থেকে প্রশান্ত মহাসাগরে পড়ার আগে এক হাজার কিলোমিটার (৬২১ মাইল) উচ্চতায় পৌঁছেছিল।

চীন সীমান্তের কাছে উত্তর দিক থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

জেএন/এফও/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM