ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

দেবীর বোধন আর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আজ শনিবার শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। সকাল থেকে দেশব্যাপী ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু পূজার আনুষ্ঠানিকতা।

- Advertisement -

ষষ্ঠী তিথিতে সকাল সাড়ে ৬টার মধ্যে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা হয়। এ দিন সকাল থেকে চণ্ডীপাঠে মুখরিত সব মণ্ডপ এলাকা।

- Advertisement -google news follower

আগামীকাল রবিবার মহাসপ্তমী, ৩ অক্টোবর মহাষ্টমী ও কুমারীপূজা এবং ৪ অক্টোবর মহানবমী শেষে ৫ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গোৎসব।

বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে গত দু’বছর অনেকটাই নিষ্প্রাণ ছিল বাঙালি হিন্দুর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

- Advertisement -islamibank

তবে এবার করোনার সংকট ও ভয় কাটিয়ে ফিরে এসেছে চিরচেনা সেই উৎসবের আমেজ। উৎসব নির্বিঘ্নে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM