ফটিকছড়িতে পানিতে ডুবে মারা গেছে শিশু

0

চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে এক শিশু মারা গেছে। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পৌরসদরের ৩ নং ওয়ার্ডের হাঁচির বাড়ির পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত শিশুর চাচা ওসমান গনি। তিনি বলেন, আমার ভাই মোহাম্মদ আজমের মেয়ে আজ পুকুরে ডুবে মারা গেছেন।

ঘটনার বিবরণে তিনি বলেন, আমার ভাতিজি সকালে বাড়ির অন্যান্য স্বজনদের সাথেই চা নাস্তা খেয়ে বাড়ির পাশেই খেলছিলো। খেলতে খেলতে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে অনেক খোজাখুজির এক পর্যায়ে তার মরদেহ পুকুরে ভেসে উঠতে দেখে প্রতিবেশিরা। সেখান থেকে তাকে যখন তোলা হয় ততক্ষনে সে মারা যায়। পুরো এলাকা জুড়েই এখন শোকের মাতম চলছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM