প্রধানমন্ত্রীর সাহায্য চান জলি

0

চলচ্চিত্র অভিনেত্রী রেহানা জলি দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী দেড় বছর ধরে কোনো কাজ করতে পারছেন না। আর্থিক সংকটের কারণে চিকিৎসাও ঠিকমত চালাতে পারছেন না। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সাহায্য চান তিনি।

জলি বলেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে ঘরেই আছি। সোজা হয়ে দাঁড়াতে পারছি না। বোনদের সহায়তায় চিকিৎসা নিচ্ছি। ক্যান্সার তো দীর্ঘমেয়াদি চিকিৎসা। আর কতদিন চালাতে পারব জানি না। সবাই আমার জন্য দোয়া করবেন।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শিল্পীদের পাশে সবসময় ছিলেন। আশা করি, আমার অসুখের খবরটি তার কানে গেলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

প্রায় চার শতাধিক ছবিতে অভিনয় করেছেন রেহানা জলি। মায়ের চরিত্রের পাশাপাশি নায়করাজ রাজ্জাক, আলমগীরের মতো নায়কদের নায়িকাও হয়েছেন। সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে চান তিনি।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM