চট্টগ্রামে ২ ফ্লাইটের যাত্রা বাতিল,ভোগান্তিতে ৪৩৪ যাত্রী

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় ফ্লাইট দুটি বাতিল করে কর্তৃপক্ষ।

- Advertisement -

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পর বিমান দুটির ত্রুটি শনাক্ত হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে এসব ফ্লাইট বাতিল করে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

- Advertisement -google news follower

বাতিল ঘোষণা করা দুটি ফ্লাইটের একটি দুবাইগামী ফ্লাই দুবাইয়ের এবং অপরটি মাস্কাটগামী বাংলাদেশ বিমানের। এতে ভোগান্তিতে পড়েছে দুই বিমানের প্রায় ৪৩৪ জন যাত্রী।

শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, ফ্লাই দুবাইয়ের ত্রুটি শনাক্ত করার জন্য শুক্রবার সকালে দুবাই থেকে একটি ইঞ্জিনিয়ারিং টিম আসবে।

- Advertisement -islamibank

একই সময়ে ঢাকা থেকে আসবে বাংলাদেশ বিমানের কারিগরি টিম। ত্রুটি সারানোর পর ফ্লাইট দুটির যাত্রার সময় ঘোষণা করা হবে বলে জানান উইং কমান্ডার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM