হালাল উপায়ে ব্যবসা করা এবাদত- আ জ ম নাছির

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনাধীন সিজেকেএস শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে নিফকো প্রপার্টিজ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান নিফকো এন্ড ট্রাভেলস ট্যুরস’র উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এটি উদ্বোধন করেছেন।

- Advertisement -

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, চসিক সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি,সাবেক কাউন্সিলর এড. রেহেনা বেগম রানু, সিজেকেএস শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি হাজী সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক ইরফান ভুঁইয়া, রকিবুল হাসান রকি, মোখলেসুর রহমান, নিফকো ট্রাভেলস এন্ড ট্যুরস’র চেয়ারম্যান এইচএম জামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মো.মহিউদ্দিন,ক্রীড়াবিদ ফিদে মাষ্টার আবদুল মালেক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র সাবেক ব্যবস্থাপক বখতেয়ার উদ্দিন, ইঞ্জিনিয়ার আমিনুর রহমান, জাহাঙ্গীর আলম, ইসমাইল ফরিদ, আবিদ হাসনাতসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

উদ্বোধনী অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন বলেন, হালাল উপায়ে ব্যবসা করা এবাদতের সামিল। প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) নিজেও ব্যবসা করেছেন। হালাল উপায়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করার জন্য নবীজী নির্দেশ দিয়ে গেছেন।

জেএন/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM