মুক্তিযোদ্ধা শেখর দস্তিদারের মৃত্যু

চট্টগ্রাম কলেজ ও চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শেখর দস্তিদার (৬৫) আর নেই। বুধবার (২৪ অক্টোবর) রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

- Advertisement -

তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মাসখানেক আগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন।
মুক্তিযোদ্ধা শেখর দস্তিদারের মৃত্যু

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় শেখর দস্তিদারের মরদেহ চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে এই মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয় ।

চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এই শিক্ষকের প্রতি।

- Advertisement -islamibank

বেলা ১২টায় বলুয়ার দিঘি মহাশ্মশানে শেখর দস্তিদারের শেষকৃত্য সম্পন্ন হয়।

জয়নিউজ/পার্থ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM