পদ্মার ১৩ কেজির বোয়াল ২৮ হাজারে বিক্রি

0

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ১৩ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি ২ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৯৫০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটের অদূরে মোহাম্মদ নামে এক জেলের জালে মাছটি ধরা পরে।

মাছটি লঞ্চ ঘাট এলাকায় নিয়ে আসলে অনেকেই ভিড় করেন দেখতে।

দৌলতদিয়া শাকিল সোহান মৎস আড়ৎতের মাছ ব্যবসায়ী মো. শাজাহান বলেন, ১৩ কেজি ওজনের বোয়াল মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৩০০ টাকায় কিনেছি। পরে মাছটি ফরিদপুর জেলায় এক ব্যবসায়ীর কাছে ২৭ হাজার ৯৫০ টাকায় বিক্রি করেছি।

রাজবাড়ী জেলার পদ্মা নদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে বড় বড় রুই, কাতল, মৃগেল, বোয়াল, পাঙ্গাস, চিতল, বাগাড়সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে।

জেএন/এও

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM