পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রীর

0

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে নেমে গোসল করার সময় পানিতে ডুবে মারা গেছে আফিয়া ইবনাত নামে ৫ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী।

আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লেলাং বন্দেরাজা-এ মহিলা মাদ্রাসা সংলগ্ন কাসেম চেয়ারম্যান বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আফিয়া ওই এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি প্রতিদিনের মতো আজও সকালে মাদ্রাসায় গিয়ে নূরানীতে ক্লাস করেছে। দুপুরে মাদ্রাসা থেকে ফিরে সে পুকুরে গোসল করতে যায়। সকলের অগোচরে সে পুকুরের পানিতে ডুবে যায়।

পরে বাড়ির লোকজন চারদিকে সবাই খোজাঁখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তার মরদেহ ভাসতে দেখে দ্রুত সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মাদ্রাসা শিক্ষক মো.ওসমান খান তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM