পরিবহন ধর্মঘটে অচল মহসড়ক

চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে সকাল-সন্ধ্যা ধর্মঘটের শুরুতেই অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

- Advertisement -

পরিবহন ধর্মঘটে অচল মহসড়ক

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল থেকেই পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। সকাল সাড়ে ৯টায় মহাসড়কের মদনহাটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশপথে ব্যারিকেড দিয়ে শহর থেকে ছেড়ে যাওয়া সকল গাড়ি আটকে দেয় তারা। এসময় হাটহাজারী থেকে রওনা হওয়া শহরমুখী গাড়িগুলো আটকা পড়ে।

প্রসঙ্গত, এক বাস চালককে তিন মাসের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়েছে এই দুই রুটে পরিবহনের সাথে সংশ্লিষ্ট তিন পার্বত্য জেলা ও আঞ্চলিক কমিটি।

- Advertisement -islamibank

জানা যায়, বুধবার (২৪ অক্টোবর) সড়কের সংকেত অমান্য করায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী বাস স্টেশন চত্বরে মো. দিদারুল আলম (৪৫) নামের এক বাস চালককে ৩ মাসের কারদণ্ড দেন। এর প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM