চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৯ জন। তাদের ১৮ জন সরকারি এবং ১১ জন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ৪১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেন। মারা গেছেন মোট তিনজন।

- Advertisement -

শনিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -google news follower

জেলা সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে, দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, শনিবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছেন, অপর ১১ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

- Advertisement -islamibank

নগরবাসীকে সতর্ক থাকার পরমর্শ দিয়ে ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, মশার কামড় থেকে নিজেদের আত্মরক্ষা করতে হবে। নিজেদের আশপাশ পরিষ্কার রাখতে হবে। এডিসের বংশ বিস্তার রোধ করতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনও এ বিষয়ে কাজ করছে।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM