চিনি ও পাম তেলের দাম বেঁধে দিল সরকার

খোলা ও প্যাকেটজাত চিনি এবং পাম তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার।

- Advertisement -

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পাম তেলের লিটার কেজিতে ১২ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে পাম অয়েলের দাম ১৪৫ টাকা লিটার ছিল।

- Advertisement -google news follower

এ ছাড়া খোলা চিনি কেজিতে ৬ টাকা কমিয়ে ৮৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, খোলা বাজারে প্রতিকেজি চিনি ৯০-৯৫ টাকায় বিক্রি হচ্ছিল।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সরকার নির্ধারিত নতুন এ দাম কার্যকর হবে।

- Advertisement -islamibank

এর আগে গত ৩০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় জানায়, চাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, সিমেন্ট, রডসহ মোট ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। এসব পণ্যের যৌক্তিক দাম কত হওয়া উচিত, তা ঠিক করা হবে পরবর্তী ১৫ দিনের মধ্যে।

সম্প্রতি ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠায়। এর আলোকে মন্ত্রণালয় এই দাম নির্ধারণ করেছে।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM