বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

0

পেকুয়ায় বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক)  উল্টে প্রাণ হারাল পাঁচ বছর বয়সী ছেলে মুনতাকির। এতে আহত হয়েছেন মা শাহেদা সুলতানা টুম্পাও।

বৃহষ্পতিবার (২২ সেপ্টম্বর) সকালে সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, সকালে ছেলে মুনতাকিরকে সঙ্গে নিয়ে পেকুয়া বাজারে ডাক্তার দেখাতে যায় মা শাহেদা সুলতানা টুম্পা। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন তারা। সড়কের মাতবর বাড়ির পয়েন্টে গাড়ি উল্টে ঘটনাস্থলে মারা যায় ছেলে মুনতাকির। গুরুতর আহত হন মা শাহেদা সুলতানা টুম্পা ।

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসাইন জানান, সকালে সড়ক দুর্ঘটনায় মুনতাকির নামে এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM