তিনে তিন : সেমিতে উঠলো টাইগ্রেসরা

0

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ৫৫ রানের ব্যবধানে। এই জয়ে গ্রুপপর্বের তিন ম্যাচের তিনটিই জিতে সেমিফাইনালে উঠলো টাইগ্রেসরা।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ আগে ব্যাট করে মুর্শিদা খাতুন ও নিগার সুলতানার হাফসেঞ্চুরি ভর করে ১ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে।

জবাবে সিন্ধু শ্রীহর্ষর অপরাজিত ৭৪ রানের ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেনি। তাতে ৫৫ রানে জয় পায় বাংলাদেশের মেয়েরা।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM