নোংরা খাবার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

0

নগরে নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২০ সে‌প্টেম্বর) চেরাগী পাহাড়, নন্দনকানন ও বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, জামালখান এলাকার চেরাগি রেস্তোরাঁকে অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়া ও সংরক্ষণ করা ও আয়োডিনবিহীন খোলা লবণ ব্যবহার করায় ২৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বেশি মূল্যে ওষুধ বিক্রির অপরাধে নন্দনকানন এলাকার কিউর ফার্মা ও বহদ্দারহাট এলাকার এসএ ফার্মেসিকে ১০ হাজার টাকা করে, মোড়কজাত বিধিনিষেধ না মানায় জান্নাত বেকারিকে ৫ হাজার  টাকা জরিমানা করা হযেছে। অভিযানে পুলিশের এক‌টি টিম অভিযানে সহ‌যো‌গিতা করে।

এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM