মিরসরাইয়ে যুবলীগ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে খুন

0

মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহিদুল ইসলাম আকাশ (২৮) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যায় চিনকীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিঙ্গুলী ইউনিয়নের মামুনের সাথে দ্বন্ধ চলে আসছিল আকাশের। এর জের ধরে সোমবার সন্ধ্যায় চিনকীরহাট এলাকায় আকাশকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার (দায়িত্বরত কর্মকর্তা) উপ-পরিদর্শক আব্দুল বাতেন হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসিসহ কয়েকজন ঘটনাস্থলে রয়েছেন। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ হাসপাতাল থেকে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রাত সাড়ে ১১ টা পর্যন্ত কেউ মামলা করেনি বলে জানান তিনি।

জেএন/এফও/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM