ইভিএম কিনতে ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্পের খসড়া অনুমোদন

0

দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার পাশাপাশি আনুষঙ্গিক ব্যয় মেটাতে ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রকল্পের বাকি অর্থ ব্যয় হবে মেশিনগুলো সংরক্ষণের জন্য ওয়্যারহাউজ স্থাপন ও প্রয়োজনীয় জনবলের পেছনে।

ইসির অতিরিক্ত সচিব অসিত কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবিধানিক প্রতিষ্ঠানটির সভা শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের জানান, তারা এ প্রকল্প পাস করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে দেড় শ আসনে ইভিএমে ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপির বিরোধিতার মধ্যেই এ সিদ্ধান্ত নেয় ইসি।

ভোট নিতে বর্তমানে দেড় লাখ ইভিএম আছে কমিশনের কাছে, যা দিয়ে সর্বোচ্চ ৭০ আসনে ভোট করা সম্ভব।

দেড় শ আসনে ইভিএমে ভোট করতে আরও অন্তত দেড় লাখ মেশিন কিনতে হতো কমিশনকে। অনুমোদিত প্রকল্পে সে সংখ্যাটি আরও ৫০ হাজার বাড়িয়ে ২ লাখ ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM