মিরসরাই পুলিশের হাতে ধরা কর্ণফুলীর ইয়াবা কারবারি

0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে যাত্রীবাহি গাড়িতে তল্লাশী চালিয়ে এক ইয়াবা কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার হাদি ফকির হাটস্থ ফকির বাড়ির সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে ৭শ পিস ইয়াবাসহ এ মাদককারবারিকে আটক করা হয়।

মিরসরাই থানা সূত্রে জানা গেছে, তাদের কাছে গোপন সংবাদ ছিলো চেট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার এক ইয়াবা কারবারি যাত্রীবেশে ইয়াবা পাচার করছে।

এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকির হাট নুর শাহ ফকির বাড়ীর সামনে বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। এসময় সোর্সের তথ্যমতে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে তার তল্লাশি করা হয়। পরে ৭শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার নাম জাহেদুল হক (৪২)। সে চট্টগ্রামের কর্ণফুলী থানার দৌলতপুর গ্রামের মীর আহম্মদের ছেলে।

ইয়াবাসহ আটকের তথ্য নিশ্চিত করে মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×