বোয়ালখালীতে পুকুরে বিষ দিয়ে মাছ চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী দত্তপাড়ায় একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করে নিয়ে গেছে চোরের দল।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে পুকুরের পানিতে বিষ দেয় দুবৃর্ত্তরা। বিষে আক্রান্ত হয়ে মাছ মরে ভেসে উঠলে তা চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ মাছ চাষী রানা দে।

- Advertisement -google news follower

তিনি বলেন, বিষ দিয়ে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধন করে নিয়ে গেছে চোরের দল। পুকুরটিতে ৩৫ হাজার টাকায় মাছের পোনা ফেলেছিলাম। এছাড়া পুকুরের খাজনা, খাদ্য ও রক্ষণাবেক্ষণে খরচ হয় ১ লাখ টাকা। এ ঘটনায় শ্রম, সময় ও দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়ে গেছে। স্থানীয়রা জানান, পুকুরে ভেসে ওঠা মরা মাছ পচে দূর্গন্ধ ছড়াচ্ছে।

পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ বলেন, এলাকার যুবক রানা দে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিল। তার স্বপ্ন ভেঙে দিয়ে চোরেরদল। এটি উদ্বেগের বিষয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে মাছ চাষে আগ্রহ হারাবে মানুষ।

- Advertisement -islamibank

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM