হালিশহরে ভয়ংকর মাদক ক্রিষ্টাল মেথ আইসসহ আটক ২

0

চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন ঈদগাঁ পূর্ব রামপুর এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ৬০ গ্রাম ভয়ংকর মাদক ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। গত ১৫ সেপ্টেম্বর এ অভিযান চালায় ডিবি।

আটককৃতরা হলেন -জোরারগঞ্জ থানার করেরহাটের দক্ষিণ আলীনগরের তাজুল ইসলামের ছেলে মোঃ দিদারুল আলম (৩০) ও জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট এলাকার তাহের আহমদের পুত্র মোঃ আব্দুল্লাহ আল নোমান প্রকাশ রানা (৩০)।

সিএমপি ডিবি (পশ্চিম ও বন্দর ) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, আটককৃতদের কাছ থেকে ৬০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস পাওয়া যায়। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেন/এফও/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM