সীতাকুণ্ডের ত্রাস কবির গ্রেফতার

0

অবৈধ অস্ত্র, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১০ মামলার ওয়ারটভুক্ত আসামি কবির আহমদকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে সীতাকুণ্ড থানাধীন বারবকুন্ড এলাকা থেকে তাকে ধরা হয়েছে বলে আজ বৃহস্পতিবার র‌্যাব-৭ জানায়।

গ্রেফতার কবির আহমদ সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার
জালাল আহমদের পুত্র।

র‌্যাব-৭ জানায়, বাড়বকুন্ড ইউপি এলাকায় কবির আহমদ জনসম্মুখে অস্ত্রের ভয় দেখিয় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের মাধ্যম এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। ১৪ সেপ্টেম্বর রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে কবির আহমদকে ধরা হয়।

র‌্যাব’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, সিডিএমএস পর্যালাচনা করে কবির আহমদের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় অবৈধ অস্ত্র, হত্যা, হত্যা-চেষ্টা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১০টি মামলা পাওয়া যায়।

তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরর জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/এফও/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM