হাবিব গ্রুপের সম্পত্তি ক্রোকের নির্দেশ

ইস্টার্ন ব্যাংকের(ইবিএল) দায়ের করা মামলায় চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান- হাবিব গ্রুপের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

বুধবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

- Advertisement -google news follower

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইস্টার্ন ব্যাংকের আগ্রাবাদ শাখার আবেদনের পরিপ্রেক্ষিতে ৯০ কোটি ৯৮ লাখ টাকা সমন্বয়ের জন্য বিবাদীদের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত।

- Advertisement -islamibank

মামলার বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক হাবিব স্টিলের সীতাকুণ্ডের জাহানাবাদ এলাকার ২৮০ শতক জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন।

আদালতের তথ্য মতে, হাবিব গ্রুপের প্রতিষ্ঠান হাবিব স্টিল লিমিটেডের কাছে ৯০ কোটি ৯৮ লাখ টাকা পাওনা রয়েছে ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখা। এই পাওনা আদায়ে চলতি বছরের ৫ জুন মাসে চট্টগ্রাম অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ইস্টার্ন ব্যাংক। মামলা নম্বর ৩০৩/২০২২।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM