হাটহাজারিতে ‘নৈশ ছিনতাইকারী’ চক্রের প্রধান শামসু সহযোগীসহ ধরা

0

হাটহাজারিতে নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাক আটকিয়ে চাঁদা আদায়কালে নৈশ ছিনতাইকারী চক্রের প্রধান শামসুসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তাদের ধরা হয়।

আটক মোঃ শামসু (২৪) হাটহাজারির আলীপুরের মোহাম্মদ ইউনুসের সন্তান। তার সহযোগী মোহাম্মদ মাসুদ (২৫) একই এলাকার আলী আহমদের পুত্র।

র‌্যাব-৭ জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন,তারা দীর্ঘদিন যাবত চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

ফুজিলিতুন নাহার রিপা নামে ভুক্তভোগী জানান, তার বসত বাড়ীতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ পরিচালনা করে আসছেন। এলাকার চিহিৃত চাঁদাবাজ শামসু ও তার সহযোগীরা তার ঘর নির্মাণের অনুমতি বাবদ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে করে আসছিল। ১৩ সেপ্টেম্বর রাত দেড়টায় ২টি ট্রাকে বালি নিয়ে তার নির্মাণাধীন বাড়ীর সামনে পৌছালে শামসু বাঁধা দেয় এবং ৫০ হাজার টাকা চাঁদাদাবী করেন। পরে বিষয়টি র‌্যাব-৭ এর নজরে আনলে র‌্যাব চাঁদাবাজদের আটক করতে সক্ষম হন।

আটককৃতদের হাটহাজারি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM