আকবরশাহতে দেশীয় অস্ত্র নিয়ে ৫ ডাকাত ধৃত

0

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকা থেকে ৫ যুবককে আটক করা হয়েছে। পুলিশ বলছে, দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আজ সোমবার রাতে তাদের ধরা হয়।

আটককৃতরা হলেন, মাসুদ আলম প্রকাশ হিরো (২৩), মানিক প্রকাশ সোহেল (৩২), মুহাম্মদ সাজু (৩৪), মো: শামসুল আরেফিন খান (২৩) ও মোঃ শফিকুল ইসলাম কাজল (২৯)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৭টি মোবাইল,৪টি চোরাই মোটরসাইকেল, ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।

আটক মাসুদ আলম হিরোর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, মাদক সহ ১০টি মামলা, মানিক প্রকাশ সোহেলের বিরুদ্ধে ৩টি মামলা, সাজু’র বিরুদ্ধে ৫টি মামলা, শামসুল আরেফিন খানের বিরুদ্ধে ৪টি মামলা এবং শফিকুল ইসলামের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আকবরশাহ্ থানায় ২টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
জেএন/এফও/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM