পুকুরে নেমে আর উঠা হলো না শিশু সাইফুলের

0

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সরাইপাড়া লাল মিস্ত্রি বাড়ীর পুকুরে ডুবে সাইফুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ওই এলাকার হুমায়ুন কবিরের মালিকানাধীন ভাড়া বাসার বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে।

জানা গেছে, অন্যান্য শিশুদের সাথে সোমবার সকালের দিকে ওই পুকুরে সাতার কাটতে নামে সাইফুল। এসময় অন্যান্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সাইফুল ডুবে যায়।

খবর পেয়ে পারিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর সোয়া ১২টার সময় তাকে পুকুর থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক তথ্যটি নিশ্চিত করে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM