সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় নূর উদ্দিন (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নূর উদ্দিন কদমরসুল লালবেগ এলাকার ভুলা মাঝির বাড়ির মো. আক্তার হোসেনের পুত্র।

জানা যায়, নূর উদ্দিন সকালে মোটর সাইকেলযোগে উপজেলার বাঁশবাড়িয়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। গুরুতর আহত নূর উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিরা পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। মাইক্রোবাসটি আটক করা যায়নি।

জয়নিউজ/সেকান্দর/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM