লিংক রোডের শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

0

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন লিংক রোডের শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযানটি পরিচালিত হয়।

সিডিএ,পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন ও কেজিডিসিএল কর্মকর্তাদে সাথে নিয়ে এ অভিযানের নের্তৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

তিনি বলেন, লিংক রোডের দুই পাশের ফুটপাত ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর পাইপলাইনের উপর ও দুইপাশে স্থাপিত ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ করতে অভিযান পরিচালিত হয়।

সিডিএ,সিটি কর্পোরেশন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও পরিবেশ অধিদপ্তরের সহায়তায় বায়েজিদ লিংক রোড এলাকা ঝুঁকিমুক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM