চন্দনাইশে শ্যামলী বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

0

চট্টগ্রামের চন্দনাইশে রাস্তা পার হতে গিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ গেল সাব্বির হোসেন নামে ১৫ বছর বয়সী এক কিশোরের।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভার সরকার পাড়া রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সাব্বির হোসেন। সাব্বির ওই এলাকার আলী হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মহাসড়ক পার হচ্ছিলেন ওই কিশোর। এসময় বেপোরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তা থেকে দুরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন রহমান। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক বাসটি আটক করে দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নেয়া হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM