চান্দগাঁওতে বাস-টেম্পু সংঘর্ষে এক যাত্রী নিহত

0

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাস্থ বাহির সিগন্যাল এলাকায় বাস ও যাত্রীবাহি একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাজিব হোসেন নামে ৩০ বছর বয়সী এক টেম্পু যাত্রী মারা গেছে।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয় একটার সময় ওই এলাকার প্যারাডাইস কমিউনিটি সেন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বাহির সিগন্যাল এলাকায় বাস-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার ওসি মইনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM