খুলনায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত

0

খুলনায় ট্রাকের ধাক্কায় খানজাহান আলী থানার এসআই আব্দুল হক (৫৪) নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। নিহত এসআই আব্দুল হক যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।

খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন জানান, রাত ১২টা ৫ মিনিটে আফিল গেট এলাকার বিকেএসপির সামনে টহলের দায়িত্ব পালনরত অবস্থায় একটি ট্রাক এসআই আব্দুল হককে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মারা যান

মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে খানজাহান আলী থানায় প্রথম নামাজে জানাজা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানান তিনি।

জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM