মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু

0

মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন একজন। নিহতরা হলেন  ট্রাকচালক মো. জাহাঙ্গীর (৩৫) ও তার সহকারী আব্দুর রশিদ (৩৫)।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সোহেল সরকার জয়নিউজকে  জানান।

সার্জেন্ট সোহেল বলেন,  ভোররাতে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী  ট্রাক  নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে  আরেকটি ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে চালক ও সহকারীকে মৃত অবস্থায় ট্রাক থেকে বের করে আনেন।

দুঘটনায় আহত বদরুলকে  (৪০) মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে ।

জয়নিউজ/কাউছার/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM