চট্টগ্রামে ৮৩ জনের নমুনায় ৩ জনের করোনা শনাক্ত

0

চট্টগ্রামে গেল ২৪ ঘন্টা সময়ে নগরীর ৭টি ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনার জীবাণুর অস্তিত্ব পাওয়া যায়।

নতুন আক্রান্ত ৩ জন নগর এলাকার। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭৬২ জন। এর মধ্যে নগরে ৯৩ হাজার ৮৬৫ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৯৭ জন।

তবে এ সময়ের মধ্যে চট্টগ্রাম নগর ও উপজেলা পর্যায়ে ভাইরাসটিতে আক্রান্ত কেউ মৃত্যুবরণ করেনি। ফলে মোট মৃত্যুবরণকারী আগের দিনের মতোই ১ হাজার ৩৬৭ জনে অপরিবর্তি ত থাকল।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ সব তথ্য দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয় চট্টগ্রামে করোনা ভাইরাসে মোট মারা যাওয়াদের মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM