চবিতে ছাত্রলীগের সংঘর্ষে রক্তাক্ত ১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষে আবারও সংঘর্ষ হয়েছে। এবার রক্ত ঝরেছে অন্তত ১২ জনের। আজ সোমবার দুপুর ২টার দিকে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে এ সংঘর্ষ হয়।

- Advertisement -

আহতরা হলেন- সিক্সটি নাইনের অনুসারী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের মির্জা সফল প্রধান, সিএফসির অনুসারী ও ছাত্রলীগের উপবিজ্ঞান সম্পাদক ১৫-১৬ সেশনের শেখ রাসেল, ইসলাম ইতিহাসেন রাকাত, ব্যবস্থাপনা বিভাগের জুনায়েদ, রাজনৈতিক বিজ্ঞানের মোহাম্মদ ইমন, ইতিহাস বিভাগের আজহার, ইসলাম ইতিহাসের আরিফ তানভীর, সামিউল হক দীপন, সংস্কৃতি বিভাগের আজাদ, সমাজতত্ত্ব বিভাগের আরিফুল ইসলাম, ইখলাস ও হিসাব বিজ্ঞান বিভাগের সাগর।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর ২টার দিকে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে সংঘর্ষে রূপ নেয়।

এরপর চবির শাহ আমানত হলে সিএফসি ও শাহজালাল হলে সিক্সটি নাইনের কর্মীরা অবস্থান নিয়ে একে-অপরকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে৷ এ ঘটনায় আহত ১২ জনকে চবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছে প্রক্টরিয়াল বডি।

- Advertisement -islamibank

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেএন/এফও/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM