সীতাকুণ্ডে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

0

সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক অটোরিকশা চালক।

রোববার (৫ নভেম্বর) রাতে সীতাকুণ্ড পৌর সদরের ফায়ার সার্ভিস স্টেশনের বিপরীতে মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত মো. একরামের (২০) বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায়। তিনি সীতাকুণ্ড উপজেলায় অটোরিকশা চালাতেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন শুনে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM