পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

0

সাতকানিয়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াইশের পূর্ব কাটগড় এলাকায় নির্মাণাধীন রেল লাইনের পাশে পরিত্যক্ত একটি ঘরে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ মহিউদ্দিন (২৭) নামে উপজেলার  ওই এলাকার রোয়াজার বাপের বাড়ির নুর মোহাম্মদের ছেলে। তিনি ট্রাক চালকের হেলপার হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মহিউদ্দিন আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, নির্মাণাধীন রেললাইনের পাশে পরিত্যক্ত একটি ঘরে গলায় ফাঁস দিয়ে মহিউদ্দিন আত্মহত্যা করে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM