সরকারের উদারতাকে বিএনপি জামায়াত দুর্বলতা মনে করছে – আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, গণতান্ত্রিক দেশে সকল দল ও সংগঠনের স্বাধীন মত প্রকাশের অধিকার রয়েছে। তাই সরকার সকল দলের প্রতি সহমর্মী। কিন্তু আন্দোলনের নামে বিএনপি জামায়াত বর্তমানে দেশব্যাপী সন্ত্রাস, হামলা ও নৈরাজ্য সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরির চক্রান্ত করছে। তাদের এই পরিকল্পিত নৈরাজ্যে সরকার এখনো নমনীয় ভাব প্রদর্শন করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদারতার পরিচয় দিয়ে তাদেরকে চায়ের দাওয়াতও দিয়েছেন। সম্প্রীতি- সৌহার্দ্যরে ভিতর দিয়ে রাজনীতি করার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েই যাচ্ছেন। সরকারের উদারতাকে তারা দুর্বলতা মনে করছে। বাংলাদেশ আওয়ামী লীগ সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য চলতে থাকলে সরকার তা নিয়ন্ত্রণ করতে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে।

- Advertisement -

দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আজ ৪ সেপ্টেম্বর (রোববার) দুপুরে আমিন জুট মিল দক্ষিণ গেইট শহীদ মিনার চত্বরে ৪৩নং আমিন শিল্পাঞ্চল আওয়ামী লীগ,শ্রমিকলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুল মালেকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্য নির্বাহি সদস্য মহব্বত আলী খান, বায়েজিদ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল নবী লেদু,আবদুল লতিফ, নুর আলম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. জামাল আহমেদ, মো. আবদুল মোতালেব, মো. কামাল, ডা. মমতাজ, মো. এনাম, সংশ্লিষ্ট ইউনিট আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ, আবদুর রহমান, ফয়েজ আহমদ, শাাহাদাত হোসেন, শ্রমিক নেতা মোতালেব, মনু মিয়া, মো. মোস্তফা, শামসু, সোনা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় আওয়ামী লীগ নেতা মো. নুর আলম, ইলিয়াছ সরকার, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার সোহেল, সেলিম রনি, আতিকুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুল বাতেন, নাছির উদ্দীন, আমীর হোসেনসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেএন/এফও/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM