সীতাকুণ্ড মহাসড়কে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় ট্রাক চাপায় সুমন সাহা (২৬) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার সময় উপজেলার পন্হিছিলা এলাকায় সিএনজি অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত সুমন ছোট দারোগারহাটের পশ্চিমে আবু পুকুর এলাকার তপন সাহার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সীতাকুণ্ড সদর থেকে নিষিদ্ধ বাহন সিএনজি অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন সুমন সাহা। অটোরিকশাটি পন্হিছিলা নামক স্থানে মহাসড়কে একটি ট্রাককে ওভারটেক করতে গেলে চলন্ত একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে।

এতে সিএনজি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যায় সুমন। পরে ওই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। ট্রাকটি আটক করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM