টি-টোয়েন্টিতে সাকিব’র ৬০০০ রান ও ৪০০ উইকেটের মাইলফলক

0

এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ছ’হাজার রান এবং ৪০০ উইকেটের মালিক হলেন বাংলাদেশের সাকিব আল হাসান।

গতরাতে দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে বল হাতে উইকেট শন্য থাকলেও ব্যাট হাতে ২৪ রান করেন সাকিব। যার মাধ্যমে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান পূর্ণ করেন সাকিব। আর বল হাতে আগেই ৪১৯ উইকেট ঝুলিতে ছিলো সাকিবের।

ফলে টি-টোয়েন্টি ইতিহাসে এশিয়ার প্রথম ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ৬ হাজার রান ও বল হাতে ৪শ উইকেট শিকারের নজির গড়েন সাকিব।

সাকিবের আগে এই কীর্তি গড়েছিলেন ব্রাভো। ৫৪৯টি ম্যাচ খেলে ৬৮৭১ রান এবং ৬০৫ উইকেট আছে ব্রাভোর। আর এখন পর্যন্ত ৩৬৯ ম্যাচ সাকিবের রান ৬০০৯ ও উইকেট ৪১৯টি।

জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM