আগুনে দগ্ধ চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যার মৃত্যু

আগুনে দগ্ধ রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা মারা গেছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোর ৪ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

- Advertisement -

তিনি রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের ডাক্তার পাড়ার বাসিন্দা। চাকরির সুবাদে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

- Advertisement -google news follower

তাঁর আত্মীয় ডেন্টাল সার্জন ডাঃ সুপ্রিয় তঞ্চঙ্গ্যা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রয়াত সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হতে বৃহস্পতিবার তাঁর গ্রামের বাড়ী রাজস্থলীতে নেওয়া পর আগামীকাল শুক্রবার তাঁর অনিত্য সভা শেষে তাঁকে গ্রামের বাড়িতে সৎকার করা হবে।

প্রসঙ্গতঃ গত ২৬ আগস্ট দিবাগত রাত ৩ টার পর চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় তাঁর বাসাবাড়ীর পাশে আগুন লাগলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তিনি, তাঁর সহধর্মিণী, মেয়ে জিনিয়া সহ আরোও ৮ জন আগুনে দগ্ধ হন। এরপর তাদেরকে প্রথমে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নেওয়া হলে পরবর্তীতে তাদেরকে ঐদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জেএন/এফও/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM