ডবলমুরিংয়ে গৃহবধূর লাশ উদ্ধার

0

নগরের ডবলমুরিং থানার চৌমুহনী আলআমিন হোটেলের গলি থেকে রীনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ। সোমবার (২২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী বেলাল হোসেন জয়নিউজকে জানান, রীনা আক্তারের গ্রামের বাড়ি কুমিল্লায়। তাঁর একটি কন্যা সন্তান রয়েছে। তাঁর স্বামী গার্মেন্টসকর্মী। ঘটনার সময় স্বামী কর্মস্থলে ছিলেন। রীনা ও তাঁর বাবার বাসা পাশাপাশি।

ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম জয়নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রীনা আক্তার আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর চূড়ান্তভাবে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

 

জয়নিউজ/ফারুক/শহীদ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM