চট্টগ্রামে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল

0

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ ও ২৬ অক্টোবর সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে এখন তারা চট্টগ্রামে।

সোমবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে আসেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের দলের খেলোয়াড়রা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচ দুটি শুরু হবে দুপুর আড়াইটায়।

এদিকে হোটেলে পৌঁছানো বাংলাদেশ দলকে ভ্রমণ ক্লান্তি ভুলে বেশ চনমনে দেখা যায়। বাস থেকে নেমেই তারা মেতে উঠে খুনসুটিতে।

মিরাজের সাথে খুনসুটিতে ব্যস্ত লিটন

অপরদিকে গাড়ি থেকে নেমে সোজা হোটেলের নির্ধারিত রুমে চলে যান সিরিজে পিছিয়েপড়া জিম্বাবুইয়ানরা। আগামীকাল সকাল ৯টায় বাংলাদেশ এবং দুপর ২টায় জিম্বাবুয়ে অনুশীলন করবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ১২ অক্টোবর রঙিন পোশাকের ম্যাচ দেখেছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM