চট্টগ্রামে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ ও ২৬ অক্টোবর সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে এখন তারা চট্টগ্রামে।

- Advertisement -

সোমবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে আসেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের দলের খেলোয়াড়রা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচ দুটি শুরু হবে দুপুর আড়াইটায়।

- Advertisement -google news follower

এদিকে হোটেলে পৌঁছানো বাংলাদেশ দলকে ভ্রমণ ক্লান্তি ভুলে বেশ চনমনে দেখা যায়। বাস থেকে নেমেই তারা মেতে উঠে খুনসুটিতে।

চট্টগ্রামে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল | DSC 0162
মিরাজের সাথে খুনসুটিতে ব্যস্ত লিটন

অপরদিকে গাড়ি থেকে নেমে সোজা হোটেলের নির্ধারিত রুমে চলে যান সিরিজে পিছিয়েপড়া জিম্বাবুইয়ানরা। আগামীকাল সকাল ৯টায় বাংলাদেশ এবং দুপর ২টায় জিম্বাবুয়ে অনুশীলন করবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

- Advertisement -islamibank

উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ১২ অক্টোবর রঙিন পোশাকের ম্যাচ দেখেছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM