চমেকে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে কর্মরত অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ৪০ বছর বয়সে মারা গেছেন ওই ওয়ার্ডের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্ট্রার ডাক্তার সাইফ উদ্দিন আহমেদ।

- Advertisement -

আজ মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও দুই কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

- Advertisement -google news follower

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম হোসেন। তিনি বলেন, দুপুরের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার সাথে সাথেই তাকে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসা শুরুর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ডা. সাইফুদ্দিন আহমেদ। বাদ মাগরিব চমেক কেন্দ্রীয় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

- Advertisement -islamibank

জানা গেছে, ডা. সাইফুদ্দিন আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪৪ নম্বর ব্যাচের ছাত্র। ছাত্রজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে চমেক সূত্রে জানা গেছে।

চখ/আর এস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM