৩০০ যাত্রী নিয়ে সমুদ্রে যাত্রা পথে লঞ্চে আগুন

0

সুইডেনেনামে ৩০০ যাত্রী নিয়ে সমুদ্রে যাত্রা পথে স্টেনা স্ক্যান্ডিকা নামে একটি লঞ্চে আগুন লেগেছে। দেশটির দক্ষিণ-পূর্বে গোটস্কা স্যানডন দ্বীপের কাছে যাত্রীবোঝাই লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সুইডেনের মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট যানবাহন পরিবহণকারী স্টেনা স্ক্যান্ডিকা লঞ্চে সুইডেনের দক্ষিণ-পূর্বে গোটস্কা স্যানডন দ্বীপের কাছে অগ্নিকাণ্ডের কবলে পরে।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লঞ্চে আটকে পড়া যাত্রীদের উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। আগুন লাগার কারণও জানা যায়নি এখনো।

কর্তৃপক্ষের মুখপাত্র জোনাস ফ্রাজেন বলেন, ‘লঞ্চের যে জায়গায় গাড়ি রাখা হয়, সেখানেই আগুন লেগেছে।’

তিনি আরও জানান, উদ্ধারে জন্য ইতোমধ্যেই তিনটি হেলিকপ্টার এবং সাতটি জাহাজ পাঠানো হয়েছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে উপকূলে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানাচ্ছে সুইডিশ মেরিটাইম কর্তৃপক্ষ। খবর আনন্দবাজার অনলাইন

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM