সাতকানিয়ায় চেক প্রতারণা মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

0

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চেক প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের করাইয়ানগর ২নং ওয়ার্ড বাহাদুর পাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামির নাম নেওয়াজ হোসাইন নিষাদ (৪০)। তিনি ওই এলাকার মৃত মো. আব্দুল আজিজের ছেলে। তাছাড়া নেওয়াজ চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করে গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হবে জানালেন সাতকানিয়া থানার ওসি তারেক মুহাম্মদ আব্দুল হান্নান।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM