রাউজানে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্কুল পড়ুয়া এক ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে মোরশেদ আলী নামে ২৩ বছর বয়সী এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

গতকাল সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে থানা পুলিশের সহযোগিতায় এ যুবককে আটকের পর রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

- Advertisement -google news follower

দণ্ডপ্রাপ্ত মোরশেদ আলী উপজেলার চিকদাইর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়ার মৃত শাহ আলমের ছেলে। দণ্ডাদেশ দেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম।

তিনি জানান, সোমবার স্কুল পড়ুয়া এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মোরশেদ নামে এক যুবককে আটক করে। খবর পেয়ে রাতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

- Advertisement -islamibank

ইভটিজিং এর অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM