একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১ জন। তাদের ১৪৯ জন ঢাকার এবং ৫২ জন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

এর আগে এ বছরের ২৫ আগস্ট একদিনে সর্বোচ্চ ১৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২০ জন মারা গেছেন। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৩ জন।

- Advertisement -google news follower

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ৫৫১ জন, আর বাকি ১১৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

- Advertisement -islamibank

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৬৯৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫ হাজার ৫ জন।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM