যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৬

0

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার পৃথক ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে তিনজনের মৃত্যু হয়। নিহতের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছে। হামলাকারীকে খুঁজছে পুলিশ।

এ দিকে একইদিনে দেশটির টেক্সাসের হিউস্টন শহরে হামলাকারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। ওই হামলাকারী প্রথমে ভুক্তভোগীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পর তাদেরকে গুলি করে হত্যা করে। পরে পুলিশের গুলিতে হামলাকারী ব্যক্তিও নিহত হন।

ওয়াশিংটনে একজন আমেরিকান ফুটবল লিগের খেলোয়াড়কে গুলি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM